বিজয়ের ছড়া - আলাউদ্দিন হোসেন
★এই পতাকা
সবুজ মাঝে রক্তে রঙিন
এই পতাকা জয়ের
রক্তেমাখা মুক্তির পথ
লক্ষ জীবন ক্ষয়ের।
দীর্ঘ ন'মাস যুদ্ধ করে
এই পতাকা পেলাম
জনম জনম মনেপ্রাণে
করে যাবো সেলাম।
যাদের রক্তে মিশে আছে
লাল সবুজের ঘ্রাণ
বিজয়মাখা এই পতাকা
রাখবে তাদের মান।
★সবুজে ঘেরা লাল
সবুজে ঘেরা লাল পতাকা
বিজয় দিনের গান
সবুজ মাঝে রক্ত মেখে
গেলো কোটি প্রাণ।
লাল সবুজে মাখামাখি
দীর্ঘ ন'মাস ভর
অবশেষে বিজয় হাসি
ভরে গেলো ঘর।
সবুজ মাঝে লাল রক্ত
বিজয় মুখে হাসি
সবুজে ঘেরা লাল পতাকা
বড্ড ভালোবাসি।
★দীর্ঘ ন'মাস
দীর্ঘ ন'মাস লড়লো যারা
এই নিশানের জন্য
বিজয় মাসে ইতিহাসে
হলেন তারা গণ্য।
দেশের জন্য লড়তে যারা
পায়নি একটু ভয়
ইতিহাসে অমর তারা
নাই-কো তাদের ক্ষয়।
দেশের তরে দিলেন যারা
অকাতরে প্রাণ
এই নিশানের লাল- সবুজে
আজো তাদের ঘ্রাণ।
আলাউদ্দিন হোসেন। পাবনা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!