মন ভাবনার রথযাত্রা - ফারজানা ফেরদৌস

প্রকাশিত হয়েছে : জুলাই ৩০, ২০২০ | দেখা হয়েছে: ১৫৬১ বার
মন ভাবনার রথযাত্রা - ফারজানা ফেরদৌস

তে বাঁধন হারা
ন যে নগ্ন ছাড়া
ধ তে ধানের সোনালী আবীর মেখে বন্ধু হয়ে উঠা।

বন্ধু,
তুই মনের আড়ষ্টে বাঁধা
বন্ধুত্ব হয় না একা
মনের মিলেই হয় যে গাঁথা।
ভাবের সাথে ভাব না হলে
মনের সাথে মন
বন্ধু কখন হয়েছে বলো
থাকতে হাতে সময়?

ব তে বাঁধন হারা
ন তে নগ্ন ছাড়া
ধ তে ধানের সোনালী আবীর মেখে বন্ধু হয়ে উঠা।

বন্ধু,
তুই মনের আড়ষ্টে বাঁধা
স্বার্থছাড়া ভাল্লাগা
দুঃখ সুখের সারথী হয়ে 
পাশাপাশি হাঁটা।
বন্ধু হয়ে বন্ধুর সাথে
ভাব বিনিময় খেলা।
বন্ধু তুই,
মন ভাবনার রথযাত্রা।

ফারজানা ফেরদৌস
ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন