কিছু কিছু সবজান্তা মানুষ - সুনির্মল বসু

প্রকাশিত হয়েছে : মার্চ ১৭, ২০২৩ | দেখা হয়েছে: ৫৬৮ বার
কিছু কিছু সবজান্তা মানুষ - সুনির্মল বসু

চারদিকে এত ভুল ভ্রান্তি, চারদিকে এত ভুল সংলাপ, নিজের কোলে ঝোল টানবার প্রয়াস,

চারদিকে এত গর্ত গাড্ডা, পা রাখবো কোথায়,
সহজ সত্যি কথাটা সরল ভাবে বলা যাবে না,

চারদিকে বেমিশাল আতলামো,

বৃদ্ধাশ্রমের গল্প লেখায় ভিমরুলের চাকে ঢিল,
কতিপয় ভদ্রমহোদয় ও ভদ্রমহিলা দরোজায় 
দিলেন খিল,

কোন্ তীর কখন যে কার কিভাবে গায়ে লাগে,
আদর্শ কতদিন আগে দেশ ছেড়ে ভাগে,

চারদিকে এত গর্ত গাড্ডা, পা রাখবো কোথায়,
চারদিকে এত ভুল ভ্রান্তি, বড় বিভ্রান্তিকর সময়,

সমালোচকরা অনেকেই নিজেকে ভাবেন, প্লেটো কিংবা অ্যারিস্টটল, স্বার্থপরতার পরাকাষ্ঠা বলেই,
মেপে দ্যাখেন নি জীবনে গভীরতার জল,

ভাঙতে ভাঙতে পৃথিবীটা শত টুকরো হয়ে যাচ্ছে,
মানবিকতা বিবেক বোধ নির্বাসনে চলে গেল,

চারদিকে এত গর্ত গাড্ডা, বুঝতে পারছি না,
পা রাখবো কোথায়, 

মাঝে মাঝে ভাবি, একটু কম জানলে, কি এমন ক্ষতি হয়।

সুনির্মল বসু
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন