টুনটুনির বাসা - পার্থ সারথী চৌধুরী

প্রকাশিত হয়েছে : আগস্ট ৭, ২০২০ | দেখা হয়েছে: ৯৪৩ বার
টুনটুনির বাসা - পার্থ সারথী চৌধুরী

মার জানালার পাশে ঔষধি রুজন্ট
তার ছোট্ট ঝোপে বাসা বানিয়েছে
একজোড়া ধূসরছাই রঙা ছোট্ট টুনটুনি
একেবারে নাগালের মধ্যে হাতের কাছে।
ছোট্ট বাসাটি রুজন্ট পাতায়ই পেছানো
কোন বেত সুতা তার কিংবা লোহাপেরেক
কিছু নাই একেবারে সাদাসিধে পাতার ঠোঙা।

টুনটুনি দু'টি জোড়ায় আসে একটি করে আসে
আমার লক্ষ্যে খুব একটা আসেনা
অলক্ষ্যে আসে নীরবে এবং চুপিসারে
আমিও এখন লক্ষেই অলক্ষ্যে থাকি।
একটু দূরে উঠানের ওপাশে থেকে
শব্দ করে লেবু গাছে বসে ছিই্উ টুনটুন
বুঝিনা আমাকে সজাগ না পর্যবেক্ষণ করে।
টুনটুনির বাসায় ছোট্ট দু'টি ছানা আছে
আমি এক একটা সময় কাজে এবং অকাজে
জানালার কিনারে যাই পাশে যাই না তেমন।

ছানা দু'টি বড় হবে উড়েও যাবে কোন একদিন
টুনটুনি দু'টি কি তখন আসবে ফাকা ঠোঙা বাসায়?

পার্থ সারথী চৌধুরী। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন