মুক্তির আনন্দ - শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৩, ২০২২ | দেখা হয়েছে: ১০৩৭ বার
মুক্তির আনন্দ - শুভ জিত দত্ত

ন্ধ খাঁচার শৃঙ্খল ভেঙে 
উড়ছে পাখি নীল আকাশে
ডানা মেলে ছুটে চলে
ছড়িয়ে দিয়ে খুশির আবেশ

আনন্দ আর হাসি গানে
কিচিরমিচির গান ধরে
মুখরিত হয়ে নেচে উঠে
তাদের দলের দল পতি 

নতুন হুকুম রাজ্য জুড়ে
ভাঙতে হবে বন্ধ তালা
মুক্তি পাবে খাঁচায় বন্দী
কোকিল টিয়া ময়না শ্যামা

বন্দী জীবন চায় না তারা
মুক্ত হয়ে উড়তে যে চাই
খেয়াল খুশি নেচে নেচে
নীল আকাশে ভাসতে যে চাই।।

শুভ জিত দত্ত। বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন