অনুভব (২)- বিজয় কর্মকার

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৭, ২০২০ | দেখা হয়েছে: ৯৮০ বার
অনুভব (২)- বিজয় কর্মকার

মৈথুন পিয়াসী কিছু মেঘ
নভোমন্ডলে জড়ো হয়ে
একসাথে ধ্বংস ও সৃষ্টির
আহবানে প্ররোচিত করে-
আমি তারে পারি না এড়াতে।
নিজের সাথে অবিরত সংগ্রাম
ওহো কি চমৎকার এ মরজগতে!
চারপাশে বৃহন্নলার দল
হাততালি দিয়ে নাচে।
বল অর্জুন কোথায় রেখেছো 
গান্ডীব ও তুণীর-কোন শমীবৃক্ষে?
মনোজগতে বিস্ফোরণে ছাড়াছাড়ি
ধর্ম ও জিরাফে। দু অধরে
পাশাপাশি আহ্বান প্রত্যাখ্যান-
এখনো সে নারী ব্যাকরণহীনা।
অতীতের রাখাল ও ভবিষ‍্যতের
দ্বারপাল হাত ধরাধরি করে
একই রাস্তায় গল্পে মশগুল।
অতএব এ জগতে যাহা কিছু
অস্তিত্বময় এবং নিরাকার
সেসকল একযোগে মায়া এবং
বাস্তব এই সারসত্য বুঝিয়াছি
তাই অক্ষাংশ ও দ্রাঘিমা মেপে
অনন্ত পথচলা-সময়-সারথি।

বিজয় কর্মকার
হরিপাল, হুগলী
পশ্চিমবঙ্গ,ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন