সব অপূর্নতা - মুহাঃ হাবিবুর রহমান

প্রকাশিত হয়েছে : জুলাই ৫, ২০২০ | দেখা হয়েছে: ১০৫৭ বার
সব অপূর্নতা - মুহাঃ হাবিবুর রহমান

ব অপূর্নতা ঝেড়ে ফেলে
পূর্নতার জোয়ারে ভাসিয়ে দিলাম ইচ্ছে ডানার পালক গুলো,
কষ্টের নোনা জল চোখে রেখনা ধরে অনাদীকাল
আঁধারে জমা না চাওয়া স্বপ্ন চির দিনের জন্য ভুলো।

ভুলে যাও
ভুলে যাও সেই অনাকাঙ্খিত জলোচ্ছাসের ভয়াল থাবা
নদীর কূলে খুপড়ির ভিতরে তোমার নেমে আসুক স্বর্গীয় আভা।

দিন রাতি
কেন পুষে রাখ হৃদয়ের গভীরে তৃষ্ণার হাহাকার
দৃষ্টিতে ঝুলে থাকে অনন্ত জীবনের মেছাকার।
দাড়াও উন্নত শিরে ফুলিয়ে বুকের ছাতি
ভাঙনের খেলা শেষ হবে জানি এই সব দিন রাতি।

মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন