সবুজ দেশে - খোরশেদ আলম

প্রকাশিত হয়েছে : আগস্ট ৫, ২০২০ | দেখা হয়েছে: ৯৪২ বার
সবুজ দেশে - খোরশেদ আলম

ই দেখা যায় সবুজ দেশে
লাল রঙ এক ফোটা
গাছ-গাছালির সবুজ ডালে
দুলছে ফুলের বোটা।

মায়ার বাঁধন হয়না শেষ
সুখের বসত ঘর
এমন দেশের তুলনা নেই
হয়না কখনো পর।

দূরের জীবন বিষণ্ণ মন
চোখের পাতায় জল
সোনার নুপুর আঁকছে পায়ে
ঝুমুর-ঝুমুর-মল।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন