এবং আশা - পার্থ সারথী চৌধুরী

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৪২ বার
এবং  আশা - পার্থ সারথী চৌধুরী

জেলেপাড়ার কিশোরী বধূ বারান্দায় বসে পুঁটিমাছ  ধরছে। 
ঘরটি তার শ্রাবণের বন্যায় পদ্মফুলের মত ভাসছে,
কন্চি বরশীতে পুঁটিমাছ  ধরাতেই তার আনন্দ।
ভর বন্যায় উন্মত্ত ঢেউ যখন আঁচড়ে পড়ে ঘরের কানায়
ঢেউএর ছলাৎছলাৎ তলতল ধ্বনি তার মনে
শংকা কিংবা আবেগ সণ্চালন করে না
আশংকা, উদ্বেগ, আবেগ, ভয় এবং জিঘাংসা
তার কিশোরী মনে ঠাই পায় না।

পড়ন্ত বিকেলের সোনালী আভায় ঢেউ এর তালে
চেলাপাতা মাছ দৌড়াদৌড়ি  করে, লাফায়।
আশা দোল্ খায় রঙ উকি দেয় কিশোরীবধূর মনে
চেলাপাতা মাছের গায়ের মত রঙের মত
সে আশার রঙ রুপালী এবং আঁশযুক্ত।

ক্রমেক্রমে বহমান বেলা গড়িয়ে যায়
সূর্যের সোনালী আভা গলিয়ে রক্তিম হয়
দিনের আলো ডুবে যায় পানিতে।
রাত হয়
পানির রঙের মত স্বচ্ছ বর্ণহীন সে আশা।
এবং আশা- - -।

পার্থ সারথী চৌধুরী। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন