সংকট ও প্রেম - মোঃ জাহিদুল ইসলাম

প্রকাশিত হয়েছে : জুলাই ১২, ২০২০ | দেখা হয়েছে: ১০১৭ বার
সংকট ও প্রেম - মোঃ জাহিদুল ইসলাম

শহরে সম্পদের কাঙাল যেনারা
অথবা ভিখারি
তাদের আকালে-
বিত্তবান-চিত্তবান অনেক মানুষই থাকেন।

কিন্তু, যারা প্রেম খুঁজে ফেরে
যারা একটি সুবাসিত মনের কাঙাল
তাদের কপালে নেহাত দুরগতি
ইদানীং মানুষেরা টাকা দিতে চায়; মন নয়।

ধরুন কোন রাত্রিরে-
আপনি বাইজি বাড়িতে গেলেন
নাচের তালে গানের ছন্দে
দুহাতে টাকা ঝাড়লেন 
হঠাৎ নাচ গান থামিয়ে, সে মেয়েটি
(যার পায়ে টাকা ছড়ালেন)
যদি আপনার মন চায়, আপনি দেবেন?
যতো বড় মুখ নয় ততো বড় কথা
আপনি বাড়ি ফিরে এলেন।

কেন জানি মানুষেরা ভালোবাসতে ভয় পায়
একটি ছেলে তার ক্লাসমেটকে বলল, আমি তোকে ভালোবাসি
নিশ্চয় মেয়েটি বলবে, আমরা বন্ধু
আমরা ঘুরবো-ফিরবো-খাবো-দাবো
তোর বিপদে আমি, আমার বিপদে আপদে তুই।
মন দেয়া নেয়া? তা হবে না।

তাহলে কে মন দেয়? কে বা নেয়?
শহরে টাকা ওড়ে, মন তো ওড়ে না

যারা প্রেমিক
অথবা যারা মন খোঁজেন
তারা এই শহরে মধ্যবিত্ত পরিবার!
নিদারুন দুর্দিনে – লুকিয়ে কাঁদেন
না মান পান না ত্রান পান।

মোঃ জাহিদুল ইসলাম
ভাঙ্গুড়া, পাবনা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন