তোমার প্রতি হে মহানায়ক - এম.এ.ওয়াজেদ

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৮১ বার
তোমার প্রতি হে মহানায়ক - এম.এ.ওয়াজেদ

সাহিত্য ম্যাগাজিনের কবিতা বিভাগে
কোন এক শুভক্ষণে
যদি ছাপা হয় এই কবিতা রাতে অথবা দিনে
তবে জেনে রাখ হে পৃথিবীর সত্যবাদিরা!
ব্যথাতুরা দরদের পাপড়িগুলো
অনেক আগেই আহত হয়েছিল৷

এক বৈশ্বিক মহাপুরুষের ঐ শোন বজ্রকণ্ঠ
আহা কী তেজ!
অনল বর্ষনের মুগ্ধতার প্রেম রাশি
এই মাটির এই আলোর খাঁটি রাজকুমার
প্রেম নিবেদনের প্রাণ চাঞ্চল্যে অবিচল সে
আশাবাদের নোঙরে সুদক্ষ মাঝি৷

বিদ্বানের প্রণীত অভিধানে
ব্যাকরণের নিয়ম বিরুদ্ধ  অজর পঙক্তিমালা
ভালবাসার রক্ত পলাশে সিঞ্চিত তপোবন
যেন প্রতিটি শব্দ এক একটি জীবন্ত এটম বোমা
অথবা তার চাইতে ঢের বেশি৷

"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম--"
এই শব্দমালার যুবতী পূর্ণ যৌবনা
পৃথিবীর কাব্য সাহিত্যে কেউ রচেনি
সভ্যতার আদিম রসে মমতার শ্রেষ্ঠ অঞ্জলি
হে কবি! তোমার কাব্য চরণ পূর্ণ করো৷

ঘাতকের নিমকহারাম বুলেটের দণ্ঠিত শরাঘাত
হে মহানায়ক! বিশ্বাস করো তোমাকে বিদ্ধ করেনি
জাতির কলিজায় আজো দেখি সেই দগদগে আঘাত
জালিমের নির্মম বন্য হিংস্রতার কাছে
থেমে গিয়েছিল জননীর পথচলা
জেনে রাখ পরাজিতরা রাতের আঁধারের অভিসারী৷

তরুছায়াবীথির নিঃশব্দ পাতা মর্মরে
আজো বিরহের কান্না শুনি
যুগ যুগান্তরের ব্যথা  নিষুপ্তির হৃদকুঞ্জে 
অশ্রুগুলো ঝরে ঝরে পড়ে
মনে হয় অন্তহীন এই কান্না কোনদিন শেষ হবেনা৷

-এম.এ.ওয়াজেদ

এম.এ.ওয়াজেদ
আমানা গ্রীন সিটি, 
নওগাঁ সদর, নওগাঁ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন