ফিরিয়ে দাও অরণ্য - সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত হয়েছে : আগস্ট ৯, ২০২০ | দেখা হয়েছে: ১০৯৩ বার
ফিরিয়ে দাও অরণ্য - সিদ্দিকা ফেরদৌস তরু

গের দিনগুলো ছিল 
        বড় আলোকিত দীপ্ত ঝলমলে, 
মনটা নেচে উঠতো উত্তাল  হিল্লোলে। 
কোথাও ছিল না কোনো কপটতা, 
অভাব ছিল না মানুষের ঐক্যতা উদারতা। 
বৈশাখ নিয়ে আসতো নববর্ষ 
জ্যৈষ্ঠের মধুমাস মনকে দিতো নাড়া, 
আষাঢ়ের বারিধারায় মেতে উঠতো বসুন্ধরা। 
এখন আর নেই সেই হেমন্তের সাদা কাশবন 
 বসন্তের কোকিল আর শিমুল 
    কেমন জানি হয়েছে মলিন। 
এখন মানুষ গুলোর ভিতর 
গড়ে উঠেছে হীনতা অনুদারতা
কারো ভিতর নেই ধৈর্য সহিষ্ণুতা। 
মনে হয় আবারও ফিরিয়ে দাও অরণ্য 
আবারও মানুষ বাঁচবে
    যেখানে জীবন হবে ভীতিশূন্য।

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন