রক্তাক্ত আগস্টের কবিতা – আবু আফজাল সালেহ

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৪, ২০২০ | দেখা হয়েছে: ১৩৭৩ বার
রক্তাক্ত আগস্টের কবিতা – আবু আফজাল সালেহ

রক্তাক্ত ৩২-ধানমন্ডি
নেরো আগস্ট, পঁচাত্তর
তরতাজা রক্তবন্যায় কান্না
ভাসে কামালের
ফজিলাতুননেছার
ফুটফুটে রাসেলের...
আর্তচিৎকার, 'পানি-পানি,পানি পা...'
দেয়নি শুয়োরেরা
সিঁড়িতে মেঝেতে ক্ষতবিক্ষত লাশের সারি
এলোপাথাড়ি, শত্রুর রক্তচক্ষু

রক্ত, ছোপছোপ
কান্না, আহাজারি
ধানমন্ডির বত্রিশে
সৃষ্ট-রক্তগঙ্গায় ভাসে বিবেক
সিংহাসনের, শ্রেষ্ঠসন্তানের বুলেটবিদ্ধ লাশ

এটাও দেখতে হল
আর পারি না
মুখে কথা আসে না কিছুতেই

ইতিহাস ক্ষমা করবে না
পঁচাত্তর সাল, পনেরো আগস্ট
রক্তমাখা দিন
রক্তগঙ্গা ভাসে ঢাকা
ধানমন্ডিতে, বত্রিশ নম্বর বাড়িতে
প্রবাহমান তাজা শোণিত,
তাতে ভাসে নিথরদেহগুলো
এ ইতিহাস তো আমাদের জানা।

নিথর দেহগুলো জাতির শ্রেষ্ট সন্তান মুজিব
ফজিলাতুন নেছার
কামালের
জামালের
ছোট্টশিশু রাসেলের...
আরও কতজনের
এ ইতিহাসও জানা আমাদের।

কিন্তু ইতিহাস কী ক্ষমা করবে?
এ হিসাব জানা নেই আমাদের! 

-আবু আফজাল সালেহ 

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন