আবার যদি দেখা হয় - জে জে জাহিদ হাসান

প্রকাশিত হয়েছে : আগস্ট ৪, ২০২০ | দেখা হয়েছে: ৯১৩ বার
আবার যদি দেখা হয় - জে জে জাহিদ হাসান

বার যদি কখনো দেখা হয়
শেষ কথাটাই সবার আগে বলো,
আবার যদি চোখে চোখ রাখি
সব অভিমান ভেঙ্গে আঙ্গুলে আঙ্গুল রেখে একটু না হয় সাথে চলো।
আবার যদি দেখা হয়
একটু না হয় সব লজ্জা দূরে ঠেলে দিও,
আবার যদি দেখা হয়
চোখ বন্ধ করে স্পর্শহীন টানে একটু না হয় কাছে টেনে নিও। 
আবার যদি দেখা হয় 
একটু না হয় ভালোবাসতে দিও
এই শোনো, আর যদি দেখা নাই হয়
সব অভিমান অভিযোগ ভুলে একটা পত্র দিও।

জে জে জাহিদ হাসান
সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন