গোধূলি -সাঁঝের ট্রাজেডি ।। কাজী মাসুদ

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৫০ বার
গোধূলি -সাঁঝের ট্রাজেডি ।। কাজী মাসুদ

বিদগ্ধ গোধূলি!
অবশেষে-
এক সৌরকালের প্রতীক্ষার অবসান!
পড়ন্ত প্রহরে পেল প্রণয়নী সাঁঝ;
দু'জন ক্ষণকালের পান্থ পথিক।
মুখোমুখি- দৃষ্টির শীতল আলিঙ্গন!
তবু, এক সমুদ্র দীর্ঘশ্বাস!
বিদায়ের বিধুর আয়োজন-
পথ হারা নীড়ে ফেরা ক্লান্ত পাখিরা
রাখালের বাঁশীর শেষটান
বৈকালি কিশোর-কিশোরীর বিশুদ্ধ চঞ্চলতা
মালিনীর বকুল খোপা-
ছোট্ট বালিকার শিউলি থোকা
প্রজাপতির বর্ণিল উচ্ছাস
লজ্জাবতী মাধবীলতা
বসন্তের শুকনো সুবাস
বৈরাগী বাদুড়
ঝিঁ-ঝিঁদের ঝংকার
কৃষকের ক্লান্ত চরণ
মজুরের বেলা শেষের ঘাম
অভুক্ত পথ শিশুর বুভুক্ষু নিঃশ্বাস
ভিখারির শীর্ণ দু'নয়ন
ফেরারি মেঘের অশ্রুকণা-
এরা সবাই সুপ্রিয় অতিথি।
অবশেষে-
গোধূলির অনন্ত দিগন্তে হারিয়ে যাওয়া!
আর বিমূর্ত সিঁদুরে-
সাঁঝের একাকিত্বের গহীন কৃষ্ণে বিলীন হওয়া।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন