দুই ভুত - রঞ্জনা রায়

প্রকাশিত হয়েছে : নভেম্বর ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৮৬৫ বার
দুই ভুত - রঞ্জনা রায়

ভুত ভুত করো কেন এই রাত দুপুরে
মেছো ভুত খেলা করে যদুদের পুকুরে। 
ঘোলাজলে কুচো মাছ আছে অতি অল্প
তাই খাবে মেছো ভুত নয় এতো গল্প।
সিঁধকাটা রামু চোর দেখেছিল একদিন
সিন্নিতে মুলো খায় ভুত হয়ে রামদিন।
সেইথেকে রামু চোর সিঁধকাটা ছেড়েছে
কচুভাজা খেয়ে রাতে রামনাম জপেছে।
নাকি সুরে রামদিন গলা সাধে মাঠেতে
মেছভুত তাল দেয় তিনখানা পায়েতে।
কোনদিন দুই ভুত আসে যদি বাড়িতে
রুইমাছ ভেজে দিও কাললোহা হাড়িতে।

রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন