সময় - মাথুর দাস

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১১, ২০২০ | দেখা হয়েছে: ১১৪১ বার
সময় - মাথুর দাস

ময়  সময়ের মতো  এগিয়েই চলে  বস্তুত,
মনকে যতই  বানাই  টাইম মেশিন;
জানার বাইরে জানতে হাজারো হই প্রস্তুতও,
অজানা তবু যে অজানাই চিরদিন।

গোল বেঁধে যায় চিনতে চেনা জিনিস,
কে না জানে অচেনা সন্দিহান!
ভোল পাল্টালে  বিশ্বাসও হয় ফিনিশ,
কলজেতে তবু বাক্সবন্দী জান।

এলোমেলো দিন এলো আর গেলো কত,
ক্ষত রেখে যায়  যত না-পাওয়ার দিনলিপি;
গুটি কয় সুখ দেখায় যে মুখ অবিরত,
তাই নিয়ে পরিপার্শ্ব, এ জীবনের প্রতিলিপি।

মাথুর দাস
কবি ও ছড়াকার
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন