ছবি - বদ্রীনাথ পাল

প্রকাশিত হয়েছে : নভেম্বর ৯, ২০২০ | দেখা হয়েছে: ৭২৫ বার
ছবি - বদ্রীনাথ পাল

"ছবি" যেন গ্ৰামটি আমার ক্যানভাসেতে আঁকা-
যত্ন করে একটি কোণে সাজিয়ে আছে রাখা।
দেখে দেখেও আশ মেটে না যতই দেখি তাকে-
বুকের মাঝে ভালোলাগার রেশটি জেগে থাকে।

কাঁচা মেঠো পথ মিশেছে গিয়ে ক্ষেতের আলে,
দুই পাশে তার আম ও কাঁঠাল দুলছে ডালে ডালে।
শাপলা শালুক ভরা দিঘি ঝিল্ মিলিয়ে হাসে-
যার বুকেতে স্বচ্ছ জলে রাজ হংস ভাসে।

তাল সুপারি সারি সারি দাঁড়িয়ে মাথা তুলে-
চাইছে যেন আকাশ ছুঁতে মাটির মায়া ভুলে!
গোবর লেপা মাটির ঘরে চিকণ উঠোন পরে-
বাবুই, শালিখ, ময়না গুলো খুনসুটি রোজ করে।

সাঁঝ-বিহানে পাড়ার শিশু সবাই দলে দলে-
খেলায় মাতে হট্টগোলে ষষ্টি বটের তলে।
সন্ধ্যা হলে হরিধ্বনি, মধুর আজান সুরে-
স্বর্গ যেন বিরাজ করে গ্ৰামটি আমার জুড়ে!!

বদ্রীনাথ পাল
পশ্চিম বঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন