লজ্জাবতী - জে জে জাহিদ হাসান

প্রকাশিত হয়েছে : জুলাই ৪, ২০২০ | দেখা হয়েছে: ১১০১ বার
লজ্জাবতী - জে জে জাহিদ হাসান

চ্ছে হয় তোমার হাতটা ধরি
ইচ্ছে হয় তোমার তোমাতে আমি আমাকে গড়ি,
ইচ্ছে গুলো সব ছাই
আমার আমিতে আমি আছি তোমার অস্তিত্ব নাই।
তোমার জন্য মালা গেঁথেছি ফুল শুকিয়ে যায়
কবিতার চরণ বায়না ধরছে তোমার সৌন্দর্যের বিবরণ দিতে চায়,
গানের কলিতে তোমায় ডাকি বাস্তবতায় চাই
কল্পনাতেই থাকো তুমি বাস্তবতায় নাই।
তোমায় নিয়ে পত্র লিখেছি ঠিকানা অজানা
বোধহয় তুমি লজ্জাবতী ছুঁতে তোমায় মানা,
দৃঢ় মনে বসে আছি  বন্ধু তোমার জন্য
তোমার চোখে চোখ রেখে নিজেকে করবো ধন্য।
দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর আসে নাই তো তোমার খোঁজ
চাঁদের কাছে তোমার নালিশ জানাই রোজ,
বাতাসেতে পত্র দিও দেখা দিবে কবে
তোমায় দেখে শান্ত হবো প্রাণ জুড়াবে তবে।

জে জে জাহিদ হাসান
শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন