চারকাঠি - মাথুর দাস

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ৭, ২০২০ | দেখা হয়েছে: ১০৯০ বার
চারকাঠি - মাথুর দাস

কাঠির মাঝে আটকে দিয়ে শক্ত চিঁড়ে-মাখা,
পুঁতে দিতাম পোক্ত করে কোমর-সমান জলে;
ঠুকরে খেত চারের খাবার এসে আঁকাবাঁকা,
রুই কাতলা চুনোপুঁটি আর মৃগেল দলে দলে।

ছিপটি ফেলে চুপটি করে ওৎ পেতে সেই বসা,
কাঁটায় গাঁথা আটার গোলা ভাতের দলা কেঁচো;
টোপের লোভে ভীড় করে সে মাছের মরণদশা,
মরবে নাকি! বাঁচতে হলে এ চার খেয়েই বেঁচো।

সাবেক কালের চারকাঠিটি এখনও হয় পোঁতা,
চারের সঙ্গে টোপ থাকে লোভ, হরেক প্রলোভন;
মাছ-শিকারী রাজনীতির ওই বৈতরণীর সোঁতা,
তাই  আবহমান  মীন-জীবনই  কাটায়  জনগণ।

মাথুর দাস
কবি ও ছড়াকার
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন