বৃষ্টির গান – দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১৩৮৪ বার
বৃষ্টির গান – দেওয়ান সেলিম চৌধুরী

য়নার প্রতিবিম্বে দেখেছিনু মুক্ত আকাশ
দ্রুতলয়ে ছুটিতেছে খণ্ড খণ্ড সাঁঝ।
কোথা যেন বসিয়াছে সাঁঝের মেলা,
ওখানেই যেতে হবে হাতে নেই বেলা।
অবাক বিস্ময়ে দেখি, আনন্দের খেলা।
কতক্ষণ বসেছিনু কিছু মনে নেই,
কোথায় যেন হারিয়েছিনু হৃদয়েই খেই।
চেতনা ফিরে এলো বৃষ্টির গানে,
একি কথা বলে গেলো মোর কানে কানে।
“আকাশ থেকে এসেছি নেমে, তোমাদেরই টানে”
হঠাৎ চমকে উঠি এই কথা শুনে।
আমরা পারিনা কেন সাঁঝের মত,
একত্রে মিলিত হতে মানুষ যত।
পৃথিবীতে এনেদিতে শর্তহীন মায়া
মানুষ হইনা কেন মানুষের ছায়া?

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন