পুষির পরিণতি - গোবিন্দ মোদক

প্রকাশিত হয়েছে : জুলাই ২৫, ২০২০ | দেখা হয়েছে: ৮৭২ বার
পুষির পরিণতি - গোবিন্দ মোদক

ক যে ছিল হোঁতকা বিড়াল, নামটি তবু 'পুষি',
ডাকলে তাকে 'বাঘের মাসি,' হতো ভীষণ খুশি! 
হোঁতকা হলেও কাজ জোটে না, পুষি নিরেট বেকার, 
চেষ্টা করেও কোনদিনই পায়না কোনো শিকার! 
দিন চলে যায়, মাস চলে যায়, বেকারত্ব বাড়ে, 
দেখলে ইঁদুর পুষি শুধুই তাকায় আড়ে আড়ে! 
ধরতে গেলেই ফস্কে গিয়ে ইঁদুরগুলো পালায়,
পুষি কাঁদে হাত-পা ছুঁড়ে ভীষণ খিদের জ্বালায়! 
প্রতিদিন একই ব্যাপার! মেলে নাকো শিকার! 
খিদের চোটে পুষি লাফায় ব্যামো হলো 'বিকার'!
বিকার-ঘোরে প্রলাপ বকে, ইঁদুর স্বপ্ন জুড়ে,
পারে না যে ধরতে তাকে পালিয়ে যায় দূরে! 
খবর পেয়ে বোনপো আসে পুষি মাসির বাড়ি, 
শিয়াল কবিরাজ এসে দেখতে থাকে নাড়ি! 
নাড়ি দেখে শিয়াল বলে-- 'ভীষণ ক্ষুধামান্দ্য!
পুষির সারা শরীরে তাই লিভার পচা গন্ধ!'
এই না শুনে পুষি কাঁদে ভেউ ভেউ করে,
সান্ত্বনার চোটে পুষি গেলোই হঠাৎ মরে!!

রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া। 
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন