বৈপরীত্য - মোহাম্মদ ইল্ইয়াছ

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১২, ২০২৩ | দেখা হয়েছে: ৫০৮ বার
বৈপরীত্য - মোহাম্মদ ইল্ইয়াছ

দেখতে গেলে দেয়না দেখা
মুখ লুকিয়ে থাকে,
জোছনা ঝরা পদ্মপাতায়
নিজের ছবি আঁকে।

খেতে বললে খায়না ভাত
হেঁসেল ঘরে আড়ি,
উপোস থাকার বায়না ধরে
দাদুর-গলা ছাড়ি-।

নাচতে বললে ভাঙা পায়ের
মুদ্রা দেখায় ঠিক,
মাঞ্জা দোলায় হস্ত ঘোরায়-
যখন ডাকে পিক।

পল্লীগীতি গাইতে বললে
খেয়ালে সুর সাধে,
কারো খুশির খবর পেলে
বোবার মতো কাঁদে।

সেই  মেয়েটির কর্মকাণ্ডে
পাড়া-পড়শি খ্যাপা,
পাগলপুরে  সাকিন তার-
নামটি তার ন্যাপা।

মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন