কবি - আর্জু
এই যে আমি
লিখতে বসেছি চার লাইন,
কি হবে তাতে–
আমার স্যালারি বাড়বে?
না বউয়ের গয়না!
এমনটাই প্রশ্ন করে অনেকে
পথচলতির ছলে।
না বাবার চশমা,
না মায়ের অসুখের বিল,
কোনটাই নয়, তাহলে?
বেশ, তা বলি শোনো
পথচলতির দল, কী ইচ্ছে করে
এই আধবুড়ো বয়সে এসে?
ছোটবেলার রঙিন দিনগুলোতে
ফিরে যেতে? আমি তা পারি।
কলমের জোরে খুঁজে নিতে পারি–
আমার প্রিয় বলটা, যা
হারিয়ে গেছে, কিংবা সেই মেয়েটাকে
চিরতরে।
যে সময় কেড়েছে তোমার
সবকিছু, তবু নিরুপায় তুমি,
তাকে বদলে দিতে পারি।
যে স্বপ্ন দেখার রাতে
তুমি নাক ডেকে ঘুমাও, ক্লান্তিতে
তাকে শান্তি দিতে পারি
আমার কল্পনায়।
একটু বিশ্বাস চাই বন্ধু,
শুধু একটু বিশ্বাস।
আর্জু বসাক। কোলকাতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!