সুকুমার চৌধুরীর ২টি কবিতা
আমি ক্রীড়নক
ডেকো না। কেঁদে উঠলেও এখন
আমার বেরোনোর কোন উপায় নেই।
শ্মশানভুমিতে যাবো কি ভাবে?
অসহায় আমি। গৃহবন্দী।
এক নির্বাসিত জীব।
একা একা বাঁচার মন্ত্রে দীক্ষিত এখন।
বড় জোর নিরাপদ দুরত্ব থেকে
ঘন্টা বাজাই। সমুদ্যত করতালি শুনি।
বিস্তৃত আঁধারে মোমবাতি জ্বালাই।
আমাকে ডেকো না তুমি এই অবেলায়
আর শুন্য অনাচড়
শাদা পৃষ্ঠার সামনে স্তব্ধ বসে থাকি।
মনে হয় শ্মশানভুমির দিকে টেনে নিয়ে যাওয়া
শাদা শাদা কাপড়ে মোড়া নিঃসঙ্গ শবগুলি যেন।
স্পর্শ পারি না। শুধু যথেষ্ট দুরত্ব থেকে
শ্মশানসঙ্গির মতো কিছুদুর।
শুকনো দুপুর। ছুঁড়তে পারিনা ফুল। নিজের কালিমা।
ফুলের দোকান বন্ধ। তল্লাট জুড়ে একশো চুয়াল্লিশ।
পুলিশের তাড়া।
শুধু শাদা পৃষ্ঠার সামনে স্তব্ধ বসে থাকি।
শূন্য। অনাচড়
সুকুমার চৌধুরী। পশ্চিমবঙ্গ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!