পরান পাখি - নাদিম সিদ্দিকী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৬৩ বার
পরান পাখি - নাদিম সিদ্দিকী

রানের পাখি একবার সেই কথা কও
আমার শৈশবের কথা কও, কৈশোরের কথা কও
সুচতুর যৌবনের যুদ্ধের কথা কও,-শুনুক মানুষ।

আমি তো পরাজিত নই, পরাধীন নই
তবে কেন শৃঙ্খলিত আজ সবটা সকাল
তবে কেন জন্মাবধি অনাহারে পুড়েছে কপাল
স্রোতের বিরুদ্ধাচারণে কার ভেঙেছে ঘর
কেন বেওয়ারিশ লাশে হয়েছে দাফন হারানো স্বজন?
তুমি একবার সেই কথা কও, সেই কথা কও।

এই মৃত্যুমাখা মাটির বুকে একাল আমি
জন্ম থেকেই তো ছিলাম শাশ্বত শান্তির পক্ষে
                        মাটি ও মানুষের পক্ষে।
তবে কেন আজ যুদ্ধবাজ হলাম, রক্তপিপাসু হলাম।
তুমি একবার সেই কথা কও, সেই কথা কও।

আর না হলে ভূ-ভাগ কাঁপিয়ে বেসামাল
মানুষের পৃথিবী ছেড়ে একদিন মানুষই দেবে উড়াল।

নাদিম সিদ্দিকী
দর্শন বিভাগ, 
নেত্রকোনা সরকারি কলেজ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন