অব্যক্ত চাওয়া - মোঃ মহিবুল ইসলাম মহিন

প্রকাশিত হয়েছে : জুন ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৬ বার
অব্যক্ত চাওয়া - মোঃ মহিবুল ইসলাম মহিন

জ আবার ফিরে পেতে চাই,
এমন একটি পৃথিবী,
যেখানে থাকবেনা,
অদৃশ্য কোন শত্রু,
যেখানে থাকবেনা
রাষ্ট্রপ্রধানের বেধে দেওয়া কড়া বিধিনিষেধ,
যেখানে থাকবেনা ,
ধর্মীয় আচার, অনুষ্ঠানের বিধিনিষেধ,
যেখানে থাকবেনা,
শেষ বিদায় বেলায়,
আপনজনের কাছে যাওয়ার সুযোগ,
প্রেয়শীর চিৎকার করে কান্নার সুযোগ,
আজ আবার ফিরে পেতে চাই,
এমন এক পৃথিবী,
অদৃশ্য শত্রুহীন, নির্মল পৃথিবী।

মোঃ মহিবুল ইসলাম মহিন। দিনাজপুর

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন