মাঝে মাঝে বসন্ত- টিটোন হোসেন

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৪, ২০২১ | দেখা হয়েছে: ১০৯৩ বার
মাঝে মাঝে বসন্ত- টিটোন হোসেন

নির্মাতার ভূমিকায় তুমি 
অনর্গল অভিনয়ে নাচি
কখনো সত্য কখনো মিথ্যা 
গোধূলি সন্ধ্যায়...
সন্ধ্যাও মিলিয়ে যায়
আঁধার আগমনী! 
বাঁধা পড়ে জীবন 
সময় পেরিয়ে আযানের ধ্বনি। 

ছেড়ে যায় হৃদয়, 
সময়; অসময়ে থেকে যায়, 
সভ্য; অসভ্য হয়ে ওঠে
বিষ হয়ে ওঠে অমৃত 
আঁধারে ফুটে ওঠে কিছু চিহ্ন 
অনর্গল অভিনয়ে। 

ধর্মান্তরিত হয় কতো চাওয়া, 
বিষাদের বিষ উতরিয়ে ওঠে 
সময়ের মঞ্চে সবাই অভিনেতা;
উল্টো পথের পথিক... 
আসে যায় সময়ে অসময়ে;
আকুতি বাঁড়ায়, কমায়,অক্ষম হৃদয়
অমসৃণ ত্বক ঢাকে পাউডারে, 
কালো চোখে আরো কালির পরত, 
চন্দন কাঠের কষ্টে 
মাঝে মাঝে বিপাকে হৃদয়। 

বেস্যার খাতায় লেখা নাম 
বেসামাল বাতিঘরে...
আলো জ্বলে, আলো নিভে;
প্রচন্ড দাবদাহের পর
মাঝে মাঝে বসন্ত আসে।
ঋতুর নির্দয়তা সাক্ষী, 
কলসির পানির মতো
নববধূর কোলে চড়ে... 
নদীও নাচে ঢেউয়ের তালে, 
অনর্গল অভিনয়ে।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন