মই ও বলদের জন্য প্রার্থনা - ফজলুল হক সৈকত

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২, ২০২০ | দেখা হয়েছে: ১৫০০ বার
মই ও বলদের জন্য প্রার্থনা - ফজলুল হক সৈকত

কটা মই চাই আমার
আপনাদের সকলের কাছে অনুরোধ, তেমন একটা মইয়ের সন্ধান
পেলে জানাবেন নিচের নাম্বারে
তবে, ওই মইটা বাদ দিয়ে- গাছে তুলে মই টান-দেওয়া মইটা।
তল্লাবাঁশের মই হলেও আপত্তি নেই।

উঠতে উঠতে এতোটাই উপরে এসে গেছি আজ,
এখন আর চাইলেও লুঙ্গি-গোছা-করে লাফ দিয়ে নিচে
নেমে যেতে পারি না।
আর নামার কথা ভাবলেও নিচের দিকে দেখতে পাই
পাথরের মতো হাজার চোখের রাঙানি।

তবে, হ্যাঁ, কথা দিচ্ছি-
এবার যে-মইয়ের জন্য আমার বিনীত প্রার্থনা
সেটি পেয়ে গেলে, আর খাড়া করে রাখবো না ওটিকে-
শুইয়ে দেবো, আনোয়ার দাদা কিংবা মফিজ নানার
মৃত্যুর সময় রেখে-যাওয়া-জমিতে
বাবা আবুলের পছন্দের দুটো বলদ বেঁধে দেবো সামনে
আর মই দিয়ে মাড়িয়ে যাবো জমিতে-জমেওঠা সব ঢেলা
হয়তো বলদগুলোর জন্য কষ্ট হবে তখন
তবে, তাদের জন্যও থাকবে অনন্ত প্রার্থনা।

ফজলুল হক সৈকত
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন