মিছিলের শহর - নাদিম সিদ্দিকী

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৯, ২০২০ | দেখা হয়েছে: ৭২৪ বার
মিছিলের শহর - নাদিম সিদ্দিকী

ছেঁড়া শার্ট আর ছেঁড়া জুতো পায়
এতোদিন যে শহর আমার দুঃখ বিহীন দুঃখ পুষেছে
যে নদী পায়ে পায়ে চলে বলেছে পথিক,-
হিজল গাছের নিচে একটু জিড়িয়ে নাও
তুমি ক্লান্ত, বড্ড ক্লান্ত।
আজ সে শহরের বুকে শুধুই স্বজনের শোক,
লাশের মিছিল।

ভাইরাসের কাছে হেরে গেছে গোপন ঈশ্বর
চাকচিক্যময় উপাসনালয় গ্রন্থিত ধর্ম আজ নিশ্চুপ
বাতাসে তুলোর মতো উড়ছে হেরে যাওয়া দীর্ঘশ্বাস
যেন কোথাও নেই জীবনের দীপ্ত প্রভাত।
ভয়ঙ্কর মৃত্যুর কাছে নত করে মাথা জেগে আছে লুটেরা শহর।

এই মৃত্যুমিছিল শেষে
আমাদের দেখা হোক সবুজ ঘাসের দেশে
আমাদের দেখা হোক মুখরিত বিজয়োল্লাসে।

ধরিত্রীর এপ্রান্ত থেকে অপর প্রান্তে
জরাজীর্ণ কোসল ঝেড়ে জেগে উঠুক মিছিলের শহর
শাহবাগ পরিবাগ চষে বেড়ানো পাগল প্রেমিক
উষ্কখুষ্ক চুলে ফিরে আসুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
মিছিলের টানে উন্মত্ত নারী ফিরে আসুক কলা ভবনে
তুলির আঁচড়ে আঁকা হোক দুর্ভিক্ষের স্কেচ
প্রথম বর্ষার কদমগুচ্ছ হাতে ওষ্ঠে ফুটোক শিউলির হাসি।

এই মৃত্যুমিছিল শেষে
আমাদের দেখা হোক সুস্থ শহরে
আমাদের দেখা হোক সভ্যতার স্বপ্ন নীড়ে
যেখানে তটিনীর স্নিগ্ধ জলে খেলা করে পুষ্পের হাসি।

নাদিম সিদ্দিকী
নেত্রকোনা, ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন