খোরশেদ আলম-এর দু’টি ছড়া

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২১, ২০২০ | দেখা হয়েছে: ১০৩৭ বার
খোরশেদ আলম-এর দু’টি ছড়া

সবুজ পাতার হাসি
সবুজ বৃক্ষ সবুজ জামা
সবুজ গাছের পাতা
সবুজ গাছের পাতা যেন
নীল আকাশের ছাতা।

সবুজ হাসি রাশি-রাশি
ঘন সবুজ ছায়া-
চোখ জুড়ানো মন ভোলানো
রূপে দারুণ মায়া।

চোখ সরেনা মন ভরেনা
সবুজ পাতার হাসি
সবুজ বৃক্ষ সবুজ জামা
সবাই ভালোবাসি।

ঘোমটা পরা মেয়ে
শাড়ি পরা একটি মেয়ে
বউ সেজেছে আজ
রূপ যেন নয় চাঁদেরকণা
রূপের কারুকাজ।

চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
সেই মেয়েটির ঠোঁটে
পুষ্প জবা গোলাপ যেনো
আঁধার ঘরে ফোটে।

ঘোমটা পরা লাজুক মেয়ে
বউ সেজেছে বউ
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
মন করে মউমউ।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন