বিপরীত সময়ের মুখমুখি - মুহাঃ হাবিবুর রহমান

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৪, ২০২১ | দেখা হয়েছে: ৯৩১ বার
বিপরীত সময়ের মুখমুখি - মুহাঃ হাবিবুর রহমান

ব আশা জলাঞ্জলি দিয়ে খন্ডিত ভাবনার নিরুত্তাপ পদযাত্রার মাঝে
উত্তরের কুয়াশাচ্ছন্ন প্রকৃতি ভগ্নপ্রায়, দক্ষিনের লবনাক্ত জল খেলার বিপন্ন স্বপ্নের নির্ঘাত মৃত্যু।
ধর্ষিতার যন্ত্রনাকাতর জরায়ূর করুন আর্তনাদে ভারাক্রান্ত হৃদয়
শৃ্খংলিত মানবতা, বিকৃত যৌনাচারে শুদ্ধাচার নিরুদ্দেশে পালিয়ে বাঁচে।
নিদারুন পাশবিকতা মগজের ভাঁজে, আমাদের সন্তানগুলো কোথায় থাকবে নিরাপদ জানিনা তার কিছুই।

সব তিক্ত অনুভব, পায়ে পায়ে হায়েনার লোলুপ দৃষ্টি
সময় বড় বিপরীত দিকে টানতে থাকে,
অবক্ষয়ের তলানিতে ঠেকেছে ভবিষ্যত, চারিদিকে অন্ধকারে ঢাকা জনপদ,
বিধাতা এবার কিছু একটা করবে নিশ্চয়ই।

মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক 
ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
শ্যামনগর, সাতক্ষীরা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন