বন্ধু ভাবা মন - আঃ আজিজ

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ৬, ২০২০ | দেখা হয়েছে: ৮৫২ বার
বন্ধু ভাবা মন - আঃ আজিজ

জোসনায় ধুয়ে নেব তেতানো শরীর
মন ছুয়ে যাবে চাঁদের আলো আবির
শিশির এসে যদি ভেজায় শরীর
চুমোয় ক্লান্তি তাড়াবে নিশিথ প্রবির।

কালো মেঘে ঢাকে এক ফালি চাঁদ
আধাঁর নেমে রাত হয় আরো গভীর 
অলিরা ত‍্যাগে পাপরি ভেঙ্গে নিবির
জোস্নায় পুষ্প অলি প্রেমে অধির।

রাতের পবন যবে জলে ঢেউ খেলে
চাঁদের আলোয় জল দেখি ঝলমলে
আকাশে দেখি হাজার তারার মেলা
জোস্না-জল-ঢেউয়ে দেখি রুপের দোলা।

সারাদিনে সরলরে দিয়েছে ব‍্যাথা যত
প্রকৃতির ভালোবাসায় মুছে যায় ক্ষত
গরলেরা ভাবে মনে ফিরবো না আর
কেমনে পর কর বন্ধু আমি যে তোমার।

আঃ আজিজ। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন