মনের অসুখ হয় - সোহেলী নার্গিস
সবসময় সবকিছু দেখতে হয় না।
সবসময় সবকিছু শুনতে নেই।
কখনো কখনো চোখ ফিরিয়ে রাখতে হয়।
মন ফিরিয়ে রাখতে হয়।
তা না হলে চোখের অসুখ হয়।
মনের অসুখ হয়।
কে চোখের অসুখ চায়?
কে মনের অসুখ চায়?
তাই দূরে দূরে রই
কথার ভিড়ে নই
নিজের মতো রই।
মনকে ফিরিয়ে রেখেছি বলেই
আমি ধ্রুবতারা হয়ে জ্বলছি
চোখকে ফিরিয়ে রেখেছি বলেই
আমি বিশাল সমুদ্রের মাঝে জোয়ারের
মতো হাসছি।
আমি সবসময় সবকিছু দেখি না
সবকিছু দেখতে হয় না।
দেখলে চোখের অসুখ হয়।
মনের অসুখ হয়।
সবসময় সবকিছু বলতে নেই
বললে শত্রুর বংশ বাড়ে
বললে কেউ শকুন হয়ে উঠে
বললে কেউ কাদায় ছুঁড়ে মারে
তারচেয়ে কফিমগ হাতে নিয়ে
দূরের শুভ্রনীলে তাকিয়ে থাকা
অনেক ভালো।
মনের আকাশ রঙিন হয়ে ওঠে।
মুখের সৌন্দর্য বাড়ে।
ঘুম হয় সুন্দর ঘুম।
দক্ষিণা বাতাসে বেলির গন্ধ আসে।
কে চায় তার অসুন্দর সময় আসুক
কে চায় কেউ বিষের মতো ভাবুক।
তাই মাঝে মাঝে নিজেকে আড়াল
করা ভালো।
মাঝে মাঝে বোবা হওয়া ভালো
মাঝে মাঝে কালা হওয়া ভালো।
ড. সোহেলী নার্গিস
ঢাকা, বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!