অনুভূতি - রাহিমা আক্তার

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৪, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৭ বার
অনুভূতি - রাহিমা আক্তার

ল্পলোকের গল্পগুলো 
যায় না বলা কোনোকালে
অনুভবে যায় যে বুঝা
দোদুল মনের ছলে কলে।
স্বাদ পেতে সেই গল্পগুলোর 
ভুবন ভুলা কল্পতরুর ছল,
কত দিনের কত সাধন 
নিশি দিনের কেটে যায় ক্ষণ।

তবু তারে খুঁজে ফিরে 
বুকের মাঝে করে যে লালন
হৃদয় মাঝে আসন পেতে 
বসে সদা করে বিচরণ,
কুহকিনীর মনের যত 
গল্প কথা করে যে বুনন।

মনের মধ্যে সদা ভয় 
তারি তরে করেছে যে সৃজন
শুচি কর এ ধরার সকল 
পঙ্কিলতার করো গো মোচন।

মনের যত কথা আমার 
আনমনে হয় না বলা
কল্পলোকের গল্পগুলো 
যায় না কভু আত্মভোলা।

তোমার দৃষ্টি করেছে সৃষ্টি
আলোকময় এ বিশ্ব ভুবন
তোমার অনুভব পেলে 
আন্দোলিত হয় দোদুল মন।

রাহিমা আক্তার 
গাজীপুর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন