শুনছ বেলা - মৈত্রেয়ী সিংহরায়

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৭২ বার
শুনছ বেলা - মৈত্রেয়ী সিংহরায়

তীব্র জ্বর, গলায় ব‍্যথা....বেলা শুনছ
আঠাশ, ঊনত্রিশের অঙ্কটা মিলছে না,
দুচোখে ফোঁটা ফোঁটা অভিমানী শিশির
মনের ক‍্যানভাসে তোমার ছবি মুছছে না।

তীব্র জ্বর, চোখ ঝাপসা.....বেলা শুনছ
তেলমাখা বাঁশে বাঁদরটা উঠছে নামছে,
বেহালার ছড়ে রাগ রাগিনীর বন্দীশ
হিসেবটা বারবার ভুল হয়ে যাচ্ছে।

তীব্র জ্বর, বুকে শ্বাসকষ্ট....বেলা শুনছ
দুটো ট্রেন উল্টো অভিমুখে ছুটে চলেছে,
পথের পাশে বোকা নাছোড় প্রেমিক
ট্রেন দুটো কি কখনো দেখেছো মিলেছে?

তীব্র জ্বর, নাকে অক্সিজেন....বেলা শুনছ
নৌকোটা স্রোতের বিপরীতে চলছে,
সুরেলা গলায় মধু মাঝির গান
মন ওই চোখ দুটোকে শুধু খুঁজছে।

তীব্র জ্বর,ভেন্টিলেশন....বেলা শুনছ
দার্জিলিং আর আসাম চা মিলছে না,
পরের জন্মে হাজার কিলোমিটার পথ...
বাড়ি ফিরব বললেই তো আর ফেরা হয় না।

মৈত্রেয়ী সিংহরায়। মেমোরি, বর্ধমান

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন