ইলিশ - বাসনা রায়

প্রকাশিত হয়েছে : জুলাই ১১, ২০২০ | দেখা হয়েছে: ১০০০ বার
ইলিশ - বাসনা রায়

লিশ তুমি বেজায় দামী
ভালোবাসি তোমায় আমি।
তোমার স্বাদে, তোমার গন্ধে
বিভোর থাকি দিবসযামী।

তুমি সবার প্রিয় জানি
মৎস্যরাজা তোমায় মানি।
তোমার রূপে, তোমার গুণে
বাজার থেকে কিনে আনি।

গরিব তোমার পায়না নাগাল
তাদের ঘরে ভাতের আকাল।
ধনীরা সব খায় যে তোমায়
ইচ্ছেমত সকল সময়।

তোমায় নিয়ে রম্যকথা
রসিক লেখে মনের ব্যথা।
লোনাজলের কথকতা
লিখতে গেলে ভরে খাতা।

জন্মদিনে বিয়ের দিনে
খাদ্যরসিক তোমায় কিনে।
জামাইবরণ হয় যে চাপা!
না যদি হয় তোমার ভাঁপা!

নববর্ষে তোমায় বিনা
উৎসব হয় যে বর্ণহীনা।
দেশবিদেশে তোমার সুনাম
তাইতো জানাই তোমায় প্রণাম!

বাসনা রায়। মাগুরা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন