খুঁজে ফিরি - সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৩২ বার
খুঁজে ফিরি - সিদ্দিকা ফেরদৌস তরু

জীবনের চোরাবালিতে ক্রমশ যাচ্ছি দেবে
          কেউ কোথাও নেই, 
যারা ছিল আপনজন তারা নিয়েছে মুখ ফিরি
সেকথা মনে করে ঝঁড়ছে চির নেত্রবারি।
যদি স্রোতস্বিনী শৈবালিনীর ঢেউয়ে,
আমার  দুঃখগুলো নিতো ভাসিয়ে। 
আমি আমাকে খুঁজি সবার মাঝে, 
সবার শ্লেষ রসিকতায় মরি লাজে।
দেহাশ্রিত জীবনে পেয়েছি শিক্ষা, 
কপটতা, ভণিতা, বিরুপতায় জীবন 
করতে হবে সুখের জন্য অপেক্ষা। 
আমি নিজেকে খুঁজে ফিরি প্রকৃতিতে,
      হয়তো সহন, ধীরতায় –
পৌঁছে দেবে শীর্ষদেশে আমাতে। 

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন