কবিতার মানে - দুলাল রায়

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৬, ২০২০ | দেখা হয়েছে: ১৪২১ বার
কবিতার মানে - দুলাল রায়

বিতা মানে,
তোমার পাশে বসে টোপছাড়া বড়শি দিয়ে মাছ ধরা,
অথই জলে সাতার কাটা, হাবুডুবু খাওয়া।
তোমার সাথে শুন্যে দোল খাওয়া, স্বপ্নের ডানা মেলে- আকাশে ওড়া, দূর দিগন্তের ওপারে যাওয়া।

কবিতা মানে,
তোমার কোমল শরীরে, দখিণা বাতাসের উষ্ণ-আলিঙ্গন, গোলাপের পাপড়িতে প্রথম সূর্য্যালোকের মৃদু-চুম্বন।

কবিতা মানে,
ভিঞ্চির মোনালিসা, তোমার দুর্বোধ্য চাহনি,
আর ঘন কুয়াশাঘেরা শীতে, নিশ্ফল রাত্রি জাগরণ।

কবিতা মানে-
তোমার পাশে বসে, ভর দুপুরে আকাশের তারা গোনা,
দূর আকাশের গভীর নীলে হারিয়ে যাওয়া।

কবিতা মানে-
ময়ুরপঙ্খী ঘোড়ায় চেপে, ডালিমকুমার -কঙ্কাবতীর দেশে যাওয়া। সোনার কাঠি! রুপোর কাঠি!
তালপুকুরে ডুবিয়ে রাখা রাক্ষসের ঐ প্রাণ ভোমরা!!

কবিতা মানে
তোমার ঠোটের বক্র হাসি, ক্রুর নয়নে তোমার চাওয়া,
আমার আকাশ তোমার সাথে, অল্প দূরেই মিলিয়ে যাওয়া।
জোস্না ভরা চাঁদনি রাতে, তোমার হাতের নরম ছোঁয়া,
শিউলি ভরা শরৎকালে, কালবোশেখির ঝড়ো হাওয়া।

দুলাল রায়। নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন