নতুন বছর - বদ্রীনাথ পাল

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩, ২০২১ | দেখা হয়েছে: ৯২০ বার
নতুন বছর - বদ্রীনাথ পাল

তুন বছর শোনাক এবার নতুন আশার বাণী-
নতুন বছর দিক্ মুছিয়ে দুখ-হতাশার গ্লানি।
নতুন বছর ফোটাক্ হাসি দীন-দুখীদের মুখে-
নতুন বছর আনুক সাহস ভয় তরাসের বুকে।

নতুন বছর জ্বালুক আলো,কাটুক আঁধার রাতি-
নতুন বছর দিক্ ফিরিয়ে হারিয়ে যাওয়া সাথি।
নতুন বছর ভাসাক্ এবার নতুন ক‍রে ভেলা-
নতুন বছর বসাক্ সুখে 'ভালোবাসার' মেলা।

নতুন বছর দেখাক্ সে পথ,আসুক্ ফিরে হাসি-
নতুন বছর তুলুক সে সুর 'ভালোবাসাবাসি'।
নতুন বছর উঠুক মেতে মানব প্রেমের গানে-
নতুন বছর শান্তি বারি ছেটাক্ সবার প্রাণে।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন