এই দেশ - নিবিড় সাহা

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৬, ২০২০ | দেখা হয়েছে: ৯৮১ বার
এই দেশ - নিবিড় সাহা

ই দেশ নারীদের নয়.....
এ আর্তি যেই দেশে
হতভাগ্য কোনো এক পুরুষের হয়,
সেই দেশ পুরুষেরও নয়।

এবার বন্ধ করো দেবী পূজো সব,
এবার বন্ধ করো রাখী উৎসব।

যে দেশে শুধু ধর্ষণ নয়,
ধর্ষণের বিচারও ধর্ষিত হয়।
সেই দেশ কপট আর কাপুরুষ দুজনার,
সেই দেশ পুরুষেরও নয়।

নিবিড় সাহা  
ইছাপুর, উত্তর 28 পরগনা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন