ওভেন – রঞ্জনা রায়

প্রকাশিত হয়েছে : জুলাই ১২, ২০২০ | দেখা হয়েছে: ৮৬৯ বার
ওভেন – রঞ্জনা রায়

নভেকশন মোডে ফ্রুট কেক বাদামি হয়
নিজেকে ছিঁড়েখুঁড়ে রোজই  পুতুল বানাই
গ্রিলড মোডে তখন তন্দুরি চিকেন লালচে ।
সান্তাক্লজের মায়াময়  একটি জীবনের কল্পনা
বালিহাঁসের ডানায় ঘুমিয়ে থাকে ।
ছাদ বাগানে গোলাপি  ডালিয়ারা
নোনা ধরা ঝুরঝুরে গল্পে সতেজ ।
দিন-রাতের অংক খাতায় যুদ্ধের আলোছায়া
ধ্বংসের নির্মম রক্ত পথে নিবিড় আঁধার ।
ভালবাসার বোধিবৃক্ষ পুড়ে যায়
বিলুপ্ত মানবিকতার স্বর্ণ ভান্ডার
ওভেনের বিকিরিত উত্তাপে দগ্ধ মনের দরজায় 
হঠাৎ কাস্তে চাঁদ উঁকি দেয়।

রঞ্জনা রায়। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন