ছায়া মৃত্যু - অনিরুদ্ধ আলি আকতার
ডাগর চোখের কাজল ভেজা নোনা জলেই
প্রেম ধুয়ে আজ বুক পকেটে রাখি।
মায়ের নাভির সুতো ধরে গড়িয়ে পড়েই
হাসতে হাসতে অনন্ত সেই মৃত্যু মাখি।।
হাতের কাছে বেবাক বাতাস আটকে আসে দম
মানুষ এখন অনেক তবে মানুষ এখন কম।।
বান ডাকলে চাল ভেসে যায়, বটবৃক্ষ থাকে
বুকের ছাতি উপড়ে দেখি শিরদাঁড়া কয় কাকে।
মাথার ভেতর পচন যখন লালন শুনি রেগে
পুব পশ্চিমে সূর্য নাচে আঁধার থাকে বাঁকে।।
ছায়া যখন পায়ের কাছে, তখন তোমার জয়
সেটা যখন তোমায় ছাড়ায় সে তোমার ক্ষয়।।
অনিরুদ্ধ আলি আকতার
(কবি ও গদ্যকার)
শিক্ষক, চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ্ স্মৃতি মহাবিদ্যালয়। (বাংলা বিভাগ)
পশ্চিমবঙ্গ, ভারত।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!