অসীমকুমার বসু-র কবিতা

প্রকাশিত হয়েছে : জুলাই ২৩, ২০২০ | দেখা হয়েছে: ৯৫৪ বার
অসীমকুমার বসু-র কবিতা

২৪ মিনিট
ড়ির দিকে তাকিয়ে দেখি
ট্রেন আসতে এখনও ২৪ মিনিট,
ফাঁকা প্লাটফর্ম জুড়ে এখন দুপুরের হাওয়া
কয়েকটি শালপাতা, ছেঁডা কাগজ
উড়ে যাচ্ছে ঘুরপাক খেয়ে।

অপেক্ষার এই প্রহরটি বেশ নির্মল
কত যুগ ধরে এভাবেই কেউ
অপেক্ষা করেছে ট্রেনের বা প্রেমিকার,
ভাবি সেই অনন্ত সময়ের কাছে
অপেক্ষার এই ২৪ মিনিট কিছুই না।

যেমন অতসী
ব কথা কখনও বুঝিনি
না-বোঝা সেই কথাগুলি
বিমর্ষ হয়ে বহুদিন চলে গেছে বিদেশ সফরে,
মাঝে মাঝে পূর্ণিমা রাতে
যখন জানালার শিক গলে
জ্যোৎস্না এসে পড়ে আমার একাকী বিছানায়
তখন তৃষ্ণায় উঠে বসি
না-বোঝা সেই কথাগুলিকে মনে পড়ে—
অতসীকেও আমি কখনও
সেইভাবে সঠিক বুঝিনি।

অসীমকুমার বসু। কলকাতা 
কবি, কথাকার, প্রবন্ধিক ও সম্পাদক।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন