মানস ঘোষ-এর কবিতা

প্রকাশিত হয়েছে : আগস্ট ৩, ২০২০ | দেখা হয়েছে: ৮৭৮ বার
মানস ঘোষ-এর কবিতা

প্রেম 
কিছু শব্দ চুরি করে আনা
তোর চোখের থেকে 
কিছু শব্দ হারিয়েছে আজ
তোর চোখের দিকে।
জানি না তোকে ভালবাসি কি না 
তবে বুকের ভেতর একটা উৎকন্ঠা 
সারাদিন বাঁশি বাজায়।
বাঁশি!
সে তো একটা নল
লোহা গরম করে 
ছটা ফুটো।
আনাড়ী ঠোঁটে শুধু সোঁ সোঁ।
দেখেছি তাই তো 
শুধু রাখালের ঠোঁটে 
বিনোদিনী নারী হয়ে ফোটে।
প্রেম ও তো একটা শিল্প 
সব প্রেমিদের শিল্পীর মান দেওয়া হোক।

বদল
রেখাগুলো একই ছিলো 
    হাতটা আজ বদলে গেছে।
দৃষ্টিগুলো একই ছিলো 
   ভঙ্গিগুলো বদলে গেছে।
স্বপ্নগুলো একই ছিলো 
    রাতগুলো আজ বদলে গেছে।
ভাবনার ভাবনাগুলো একই ছিলো 
    ভাবুকগুলো বদলে গেছে।
জলের রাশি একই আছে 
   চোখগুলো আজ বদলে গেছে।
মনের ভাষাটা একই আছে 
   বর্ণপরিচয়টা আজ বদলে গেছে।

মানস ঘোষ। হুগলী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন