বিজয়ের ছড়া - সুব্রত চৌধুরী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৩, ২০২০ | দেখা হয়েছে: ৭৬৩ বার
বিজয়ের ছড়া - সুব্রত চৌধুরী

মুক্তি সেনা
সিনা টানটান 
ভুলে যায় পিছুটান
গায়ে জীর্ণ  বস্ত্র,
বুকে শক্তি  
মনে আছে ভক্তি
আনকোড়া এক অস্ত্র।
যায় এগিয়ে  
গুটি গুটি পায়ে
সাহস শক্তি  বুকে,
ভয়কে দলে  
এগিয়ে যে চলে
কে তাহারে রুখে?
একদিন রাতে 
এগোয় মার বরকতে
সোনার বাংলা সুরে,
পাক ক্যাম্পগুলো 
নিবু নিবু আলো
গ্রেনেড মারে ছুঁড়ে।
ওড়ে  চালা  
ভরে ওঠে ডালা
সারি সারি লাশে,
ভোরের আলোয়  
গেয়ে ওঠে পাখি
শত্রু সেনা নাশে।

সুব্রত চৌধুরী
নিউজার্সি, আমেরিকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন