মুক্তিদাতা - নির্মল ভৌমিক

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৫, ২০২০ | দেখা হয়েছে: ৮৫৬ বার
মুক্তিদাতা - নির্মল ভৌমিক

টুঙ্গিপাড়ায় জন্মেছিলে তুমি,
নামটি তোমার খোকা।

কর্ম কৃতিত্বে হলে তুমি জাতির পিতা,
তোমার তরে বাঙালি পেয়েছে মুক্তির দিশা।

বিশ্ব মানচিত্রে তুমি মহান নেতা,
জ্ঞানের মহিমায় সে কথা জানে কোটি জনতা।

দেশের তরে যতনভরে করেছো আরাধনা,
নিজের জীবন ধরেছো বাজি করোনি পরোয়া।

গরীব দুঃখিরে টেনেছো বুকে, 
পদ পদবীর মোহে কবু করোনি গরিমা।

শোষণের বিরুদ্ধে সোচ্চার জীবন তোমার,
শয়নে স্বপনে জল্পনা -কল্পনা করেছো জনতার।

অলি গলি রাজপথে তোমার তর্জনী ঈশারায় 
শোষিত জীবন পেয়েছে প্রেরণা স্বাধীনতার পথ চলায়।

ধ্যান জ্ঞানে ছিলো তোমার মাতৃভূমির সাধনা,
নিজের জীবন ভুলে করেছো তাই দেশের মঙ্গল কামনা।

তোমার নির্ভীক পদচারণা বাঙালির চিত্তে গাঁথা,
তাইতো তুমি কালজয়ী পুরুষ, বাঙালির মুক্তিদাতা। 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিশ্ববুকে মহাজ্ঞানী 
কোটি বাঙালি প্রাণেমনে তাই তোমারে লাখো নমি। 
তোমার তরে বিশ্ববুকে নন্দিত আজ বঙ্গ জননী,
অন্ধত্বের অভিশাপ থেকে চিরতরে দিয়েছো মুক্তি।

-নির্মল ভৌমিক

নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন