পাহারাদার - মাধবী নাগ

প্রকাশিত হয়েছে : আগস্ট ১, ২০২০ | দেখা হয়েছে: ১১৩৯ বার
পাহারাদার - মাধবী নাগ

যত্নে গড়ে তোলা সাধের বাগান
পরিচর্যার নাই অন্ত,
পেলাম যে এক পুষ্প চারা
অসীম প্রাণবন্ত।
তিলে তিলে লালন করি
চোখের আড়াল করতে না পারি।
সেদিনের সে ছোট্ট চারা
আজ যৌবন এসেছে তার-ই--
কুঁড়িতে ঢাকা পড়েছে পাতা
অপূর্ব তার সতেজতা,
প্রস্ফুটনের অপেক্ষায় দিন গুনি
ভ্রমর সকল  এসেছে খবর শুনি।
অপেক্ষার অন্ত ঘটিয়ে
আপন দ্যুতি ছড়িয়ে
প্রস্ফুটিত আজ কুসুমকলি
মনোহারি তার রুপের ডালি।
আহ্লাদে আমি গদগদ
আড়চোখে তাকায় ভ্রমর যত,
সুধারস পানের তরে
ভ্রমর দল বেড়ায় ঘুরে,
সুযোগের অপেক্ষায় থাকে
হৃদয়-রস শোষণ ক'রে
নিঃশেষ করবে তাকে।
তার চিন্তাগ্রস্ত পাহারাদার আমি  
সে যে আমার প্রাণের চেয়ে ও দামি।

মাধবী নাগ। বীরভূম

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন