সুধাংশু রঞ্জন সাহা-র কবিতা

প্রকাশিত হয়েছে : নভেম্বর ৯, ২০২০ | দেখা হয়েছে: ৯৬৮ বার
সুধাংশু রঞ্জন সাহা-র কবিতা

মেঘে লেগে আছে রোদ
তুমি ঠিক জানো না,
মেঘে লেগে আছে রোদ।
লেগে আছে হেমন্ত।
আমাকে রোজ পড়ে আকাশ।

তুমি ঠিক জানো না,
তুমি, তুমি আমার কবিতার হাজার পঙক্তি।
তুমি আমার শেষ অপেক্ষা।

জানি, তুমি আজ আর একা নও!
তোমার সাথে আছে তোমার ছায়া।
ডাকপিওন আর আকাশ ছাড়া
কেউ আমার ঠিকানা জানে না।

কেউ ঠিক জানে না।
তুমি একদিন আমার আঙুল ধরেছিলে,
একদিন আবার সরিয়ে নিয়েছিলে হাত,
মেঘবিরহের তুমুল ঝড়ের রাতে।

গ্যাংটক
রাতের ঘুম ঘুম জোনাকি আলোয় ক্রমশ
সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র মেলে ধরছে
বিস্ময়ের নানা পরিচ্ছেদ।
সিঁড়ির ধাপে ধাপে আফিমের ঘোর,
চিলেকোঠায় বিদেশি তামাকের ঘ্রাণে
আশপাশের বাড়িঘরও ডুবে আছে
অন্ধকারের নির্জনতায়।
ঝোরার ধারাবাহিক শব্দে কেঁপে ওঠে রাত,
কাঞ্চনজঙ্ঘার ঘুম।
কেঁপে ওঠে শুনশান পাহাড়ি কুয়াশাপথ...

এই শহরে কিছুদিন ছিল আমার বসবাস।

সুধাংশু রঞ্জন সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন