শান্তি কোথায়? - অমিত কুমার জানা
খাঁচাবন্দীর যাতনায় দাও মুক্তি
বাধ কেন হও স্বপ্ন উড়ানে?
জোগান দাও আগুয়ানের শক্তি
শক্ত করো শান্তির টানে।
সম্পর্ক তো কাঁচের নয়
যখন ইচ্ছা ভেঙ্গে দাও
শান্তির আলোক পেতে হলে
অহংকার ভুলে যাও।
অতি সুখের সঙ্গ চেয়ে
অন্বেষিছ শুধুই বিলাস-বাসনা
অর্থের পেছনে ধাওয়া করে
অন্তরের শান্তিরে করছ অবমাননা।
গড়ে উঠছে কত শান্তির নীড়
কত ভেঙে পড়ছে তুফানে
কোথাও স্বর্থান্বেষীর স্বেচ্ছাচারে
কেড়ে নিচ্ছে নিষ্পাপ প্রাণে।
রাজনীতি আর সন্ত্রাসের আগুন
ছড়িয়ে পড়ছে দিকে দিকে
সর্বনাশের নেশার ছায়ায়
সাদা পতাকার শুভ্রতা হচ্ছে ফিকে।
তাই কবিগুরুর প্রতি পোষি সহমত
ব্যর্থ 'শান্তির ললিত বাণী'
অশান্তি সৃষ্টিকারী অঙ্কুরেই আজ
সম্মিলিত আঘাত হানি।
অমিত কুমার জানা,
খড়গপুর, ভারতবর্ষ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!